১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:১৭ এএম ইতালির শহর ভেনিসে এক পোলিশ নারী পর্যটক গুগল ম্যাপের ওপর অন্ধভাবে নির্ভর করে রাস্তা খুঁজতে গিয়ে হঠাৎ খালে পড়ে যান। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভিক্টোরিয়া গোজেন্দা নামের ওই পর্যটক ফোনে চোখ রেখে সিঁড়ি বেয়ে নামছিলেন এবং মুহূর্তের মধ্যে পিছলে পড়ে পানিতে গিয়ে পড়েন।ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন গুগল ম্যাপ বলে, ‘সোজা যাও’, কিন্তু আপনি ভেনিসে আছেন’!ঘটনায় পর্যটকের পায়ে হালকা চোট লাগে, যা পরে তাকে নিজেই ব্যান্ডেজ করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মজার ছলে মন্তব্য করেছেন, ‘যখন পানির দিকে যাচ্ছিলেন, তখন আর কী আশা করেছিলেন’? আবার কেউ পরামর্শ দিয়েছেন, ‘কখনো কখনো ফোনের পরিবর্তে চারপাশে তাকানোই ভালো’। পর্যটন বিশেষজ্ঞদের মতে,...