১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:২১ এএম রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গতকাল মঙ্গলবার একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গার্মেন্টস থেকে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দু’জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কেমিক্যাল গোডাউনের আগুন অত্যন্ত বিপজ্জনক বিবেচনায় ড্রোন দিয়ে তা নির্বাপণের চেষ্টা করা হয়। নির্ধারিত দূরত্বে থেকে আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে সেনা কেমিক্যাল বিশেষজ্ঞদের আনা হয়েছে। গতকাল সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। তবে গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে আনা হলেও নির্বাপণ করা যায়নি। একইসাথে লাশ খোঁজার কাজ চলছিলো। প্রথমে তিনতলা ভবনের গার্মেন্টস কারখানার ওয়াশরুম থেকে আগুন লাগে। ওই আগুনের তাপে পাশের টিনসেড ভবনের...