১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম বিরল দৃশ্যের সাক্ষী হলেন ভারতের উড়িশ্যার জনপ্রিয় পর্যটন কেন্দ্র চিল্কায় ঘুরতে আসা পর্যটকেরা। আচমকা হ্রদের মাঝে সৃষ্টি হলো ভয়াবহ টর্নেডো ঝড়ের। সেই দেখে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকদের একাংশ। অন্যরা তখন বিপদ ভুলে ব্যস্ত ছবি, ভিডিও তুলতে। অন্যান্য দিনের মতো এ দিনও পর্যটকদের ভিড় ছিল সেখানে। সেখানকার লেকে জমিয়ে চলছিল বোটিং। কিন্তু আচমকা আকাশে জমা হওয়া ঘন কালো মেঘে অশনি সঙ্কেত অনুভব করে বোটিং বন্ধ করে দেন মাঝিরা। নৌকা পাড়ে পৌঁছতে না পৌঁছতেই হ্রদের মাঝে অর্থাৎ মন্দির দক্ষিণ পশ্চিম দিকে দেখা দেয় এক দানবীয় ঘূর্ণি। ঝড় উঠতেই লেকের পানি পাক খেতে খেতে উঠতে থাকে আকাশের দিকে। তৈরি হয় এক বিশাল পানিস্তম্ভ। টর্নেডোর এমন চেহারা দেখে কিছু পর্যটক আতঙ্কিত...