৩৬ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল হংকং। এরপর ১০ জনের দল নিয়ে লড়াই করছে স্বাগতিকেরা। ১০ জনের দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ফিরেছে। সব মিলিয়ে আজ এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে এক পয়েন্ট পেয়েই খুশি বাংলাদেশের গোলদাতা রাকিব হোসেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই ফরোয়ার্ড বলেন, ‘গত ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি, এটা সেই কষ্টের ফল। আজ আমরা অনেক ভালো ফুটবল খেলেছি। প্রতিটি খেলোয়াড় কঠোর পরিশ্রম করেছে। যে কারণে ম্যাচটা ড্র করতে পেরেছি। তবে ম্যাচটা জিততে পারতাম; কিন্তু আমরা অনেকগুলো সুযোগ নষ্ট করেছি।’ ৮৪ মিনিটে বাংলাদেশের সম্মিলিত এক আক্রমণে স্তব্ধতা নামে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে। লাল উৎসব ফিকে করে ব্যতিক্রম এক উদ্যাপনে মাতেন রাকিব হোসেন–ফয়সাল আহমেদ–ফাহমিদুল ইসলামরা। ফাহিমের ক্রস নিচু হেডে বক্সে...