হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে বাংলাদেশ গোল খেয়েছে পেনাল্টি থেকে। তারিক কাজি বল কেড়ে নিতে গেলে মাটিতে গড়াগড়ি করেছেন হংকংয়ের খেলোয়াড়। সেটি পেনাল্টি ছিল না তা নিয়ে সন্দিহান বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ম্যাচের পর এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ক্যাবরেরা বলেছেন, ‘আমি এখনো ভিডিওটা দেখিনি। তবে তারিকের সঙ্গে কথা বলেছি। তারিক নিশ্চিত করেছেন তার পা বলেই আগে লেগেছিল। ঘটনাটা ফিফটি ফিফটি হতে পারে। তারিকের বিশ্বাস, সে বলটাই আগে টাচ করেছিল। আমি কিছু বলতে পারছি না, কারণ ভিডিও দেখিনি। এটা দুর্ভাগ্য ছিল কি না সে কথা ভাবার সময় নয়।’ ম্যাচ নিয়ে ক্যাবরেরা বলেছেন, ‘যেমনটা আন্দাজ করেছিলাম, তেমন টাইট একটা ম্যাচই হয়েছে। জানতাম শুরু থেকেই খুব কঠিন ম্যাচ হবে। বিশেষ করে প্রথম কয়েক মিনিট আমাদের মাঠ অন্যান্য পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছিল।...