টি-টুয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে তার প্রতিশোধ নিল আফগানরা। দাপট দেখিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। ওয়ানডেতে প্রথমবার আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হল টিম টাইগার্স। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ আগেই আগেই জিতে নেয় আফগানিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইব্রাহিম জাদরানের দাপুটে ইনিংসের পর মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিংয়ে তিনশ রানের কাছাকাছি সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে নেমে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় আফগানদের বিপক্ষে ২০০ রানে হার দেখেছে মেহেদী হাসান মিরাজের দল। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৯৩ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে বাংলাদেশ ২৭.১ ওভার ব্যাট করে ৯৩ রানে থেমেছে। বাকিদের মধ্যে সর্বোচ্চ ৯ রান করেন হাসান মাহমুদ। রানতাড়ায় পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে...