১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। সারা দেশের মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় অবস্থানে। নির্বাচনকেন্দ্রিক এসব খবর প্রতিদিন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। প্রশ্ন হচ্ছেÑ দৃশ্যমান এসব খবরের বাইরেও কি কোনো খবর আছে? পর্দার আড়ালে কি কিছু ঘটতে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই এমন প্রশ্ন ছুড়ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের মামলায় ২৫ সাবেক ও বর্তমানে কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ১১ অক্টোবর গভীর রাতে ভয়ঙ্কর গুজব ছড়ানো হয়।সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকার ও জনগণকে মুখোমুখি করার আহ্বান জানিয়ে জামায়াত অনুগত একজন প্রবাসী কন্টেন ক্রিয়েটর তার ইউটিউব চ্যানেলে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে...