অভিযুক্তরা হলো- উজানচর ইউনিয়নের লাল স্কুল এলাকার আলাউদ্দিন মৃধার ছেলে সুজন মৃধা (৩৮) ও একই ইউনিয়নের ময়েজউদ্দিন মোল্লা পাড়ার মৃত সোবাহান মোল্লার ছেলে মানিক মোল্লা (৩৫)। অভিযোগ সূত্রে জানা যায়, খানখানাপুর ইউনিয়ন ডিগ্রীরচর চাঁদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান মোস্তাক (৫০) দীর্ঘদিন ধরে সামাজিক নানা বিষয়ে প্রতিবেশী সুজন মৃধা ও মানিক মোল্লার সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। এর জেরে তাকে হত্যার পরিকল্পনা করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে সাইদুর রহমান তার কলাবাগানে ট্রাক্টর দিয়ে জমি চাষ করাচ্ছিলেন। এ সময় সুজন ও মানিক মোটরসাইকেলে সেখানে এসে তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র লোড করতে থাকে। বিষয়টি দেখে ট্রাক্টরচালক তাকে সতর্ক করলে তিনি চিৎকার শুরু করেন। পরে তার পরিবারের সদস্য ও...