১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। সর্বশেষ ১৯৯০ সালের নির্বাচনে প্যানেল হিসেবে ছাত্রদলের একক আধিপত্য দেখা গেলেও এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কেউই এককভাবে এগিয়ে নেই, ফলে ভোটের আগে ক্যাম্পাসজুড়ে জমেছে উৎসবের আমেজ। এবারের নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে ১১টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শীর্ষ তিন পদে (ভিপি, জিএস, এজিএস) লড়াই হবে উত্তেজনাপূর্ণ এমনটাই মনে করছেন শিক্ষার্থীরা। ভিপি (সহসভাপতি) পদে মূল লড়াই হতে পারে ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ ও ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীরের মধ্যে। বাম সমর্থিত প্যানেলের ফুয়াদ রাতুল এবং...