১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইইআর বিভাগ সংলগ্ন পোগোজ ল্যাবরেটরি স্কুল হয়ে উঠেছে অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভয়ারণ্য। স্কুলের সকল বিষয়ে জবি ভিসি ও পোগোজ ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের সভাপতি প্রফেসর ড. মো. রেজাউল করিম অবগত আছেন বলেও জানিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার।জানা যায়, স্কুলের বেশ কয়েকজন এমপিওভুক্ত শিক্ষক চলেন নিজের আইনে, স্কুলে আসেন নির্দিষ্ট সময় পার হওয়ার পর, মার্কস ছাড়াই পরীক্ষার রেজাল্টসহ অসংখ্য অনিয়মের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিক্ষার্থী ও অবিভাবকদের সাথে কথা বলে জানা যায়, মর্নিং শিফটের শিক্ষক অছেলা বেগম নিত্য বিদ্যালয়ে আসেন ২০ মিনিট থেকে আধা-ঘন্টা, সময় বিশেষ এক ঘণ্টা দেরিতে, এছাড়াও ডে শিফটের শেষ দিকের ক্লাসগুলোর প্রতিও রয়েছে শিক্ষকদের অনিহা। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের বেশ কয়েকজন...