১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছেন তরুণ তারকা জারিফ আবরার। রাজধানীর রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গেছেন তিনি।গতকাল সিঙ্গাপুরের অর্জন সিং কে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন জারিফ। জারিফ আবরার প্রথম সেটটি সহজেই ৬-২ গেমে জিতে নেন। দ্বিতীয় সেটে অর্জন সিং কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৬-৪ গেমে সেটটি জিতে টুর্নামেন্টের শেষ আটে নাম লেখান বাংলাদেশের তরুণ খেলোয়াড়। শেষ আটে জারিফের সামনে কঠিন পরীক্ষা। তার প্রতিপক্ষ হিসেবে থাকছেন টুর্নামেন্টের দ্বিতীয় র্যাঙ্কিংয়ের খেলোয়াড় ভারতের শৌনক চ্যাটার্জি। শৌনক তার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের থিরুমুরথিকে হারিয়ে এসেছেন। থিরুমুরথি প্রথম সেটে ৭-৫ গেমে জিতলেও, শৌনক দ্বিতীয় সেট ৬-০ গেমে জেতেন। এরপর...