১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিবের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাসূচক পোস্টকে কেন্দ্র করে এলাকায় তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড় বইছে। তার ভেরিফায়েড নামে থাকা অ্যাকাউন্টগুলো থেকে মোদি সম্পর্কিত ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করা হয় যার বিরুদ্ধে স্থানীয়রা অস্বস্তি প্রকাশ করছেন। গত শনিবার আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদানের পর রোববার সোশ্যাল মিডিয়ায় তার নামে ভেরিফায়েড অ্যাকাউন্ট খোলা ও মোদির বন্দনা সংক্রান্ত পোস্ট হওয়া সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে। পরে ফেসবুক থেকে যোগদানের সংক্রান্ত পোস্ট সরিয়ে নেওয়া হলেও এক্সে মোদিকে ট্যাগ করা পোস্ট রিপোর্ট লেখা পর্যন্ত দেখা গেছে। ওই পোস্টে চারটি ছবি ছিল একটি...