১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম ইতালির রোমে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার তিনি বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য তহবিল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া বাংলাদেশে গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন, কৃষিজাত পণ্য ও ফল রফতানি বাড়াতে সহযোগিতা কামনা করেন তিনি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন ও কৃষিজাত পণ্য-বিশেষ করে ফল রফতানি বাড়াতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন। রোমে এফএও সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম এবং সংস্থাটির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় সময় গত সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।...