১৫ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম সড়ক পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জনবল সঙ্কট নিরসন করে এটির সক্ষমতা আরো বাড়াতে হবে। বিদ্যমান কাঠামো সংস্কার ও অগ্রাধিকার কর্মসুচি নির্ধারণ করে বিআরটিএ’র গ্রাহকসেবা আরো সন্তোষজনক করা উচিৎ। সংস্থাটির কিছু কাজ বেসরকারি খাতে দেওয়ার চিন্তাভাবনা থেকে নীতিনির্ধারকদের সরে আসা উচিত। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে একক মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত ‘বিআরটিএ’র গ্রাহকসেবা বিষয়ে নাগরিক সংলাপে’ বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান, রোড সেফটি নেটওয়ার্কের সমন্বয়ক পাহাড়ি ভট্রাচার্য, সেবক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান মো. বাবুল। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ‘একক’ এর নির্বাহী পরিচালক...