১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার সেনাবাহিনীর আইন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মধ্যে সমন্বয়ের মাধ্যমে করার আহ্বান জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠনটির সাধারণ সম্পাদক লে. (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ। সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রোকন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মুসফিকুর রহিম রনি, সংগঠক সৈনিক (অব.) মো. হানিফ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল্লাহ খাঁন সাইফ বলেন, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সাম্প্রতিক সময়ে দেশের ভেতরে ও বাইরে...