১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের জোড়া সিরিজ খেলতে আজই বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। ঢাকায় ওয়ানডে দিয়ে দু’দলের মাঠের লড়াই শুরু হবে ১৮ অক্টোবর। মাঝে বাকি আর মাত্র দুই দিন। অথচ এখনও ব্যাটিং অনুশীলন শুরু করেননি লিটন কুমার দাস। সম্ভাব্য চিত্রও তাই এঁকে ফেলাই যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তার ফেরার সম্ভাবনা কমই। এশিয়া কাপে ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন লিটন। সেই চোট তাকে ছিটকে দেয় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকেও। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর পুনবার্সন প্রক্রিয়ায় আছেন টি-টোয়েন্টি অধিনায়ক, যা চলছে এখনও। চোটের অবস্থা বুঝতে গতকাল তার এমআরআই করানো হয়েছে বলে খবর পাওয়া গেছে কয়েকটি সূত্র থেকে। লিটনের...