চট্টগ্রাম সমুদ্র বন্দরে বর্ধিত ৪১ শতাংশ ট্যারিফ কার্যকর হচ্ছে আজ বুধবার থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে বর্ধিত ৪১ শতাংশ ট্যারিফ কার্যকর হচ্ছে আজ বুধবার থেকে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে আমদানি পণ্যের ব্যয় বাড়বে। বিশেষ করে জ¦ালানি, গম, সার ও শিল্পের কাঁচামালের ক্ষেত্রে এর প্রভাব পড়বে, যা বাড়াবে মূল্যস্ফীতি। এছাড়া পণ্য উৎপাদন খরচ বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে রপ্তানি খাত। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম।চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে মঙ্গলবার প্রেরিত এক চিঠিতে বলা হয়, বন্দরের নতুন ট্যারিফ কাঠামো বুধবার থেকে কার্যকর হতে চলেছে। প্রস্তাবিত ট্যারিফ অনুযায়ী, জাহাজ ও লজিস্টিক সেবার ওপর মাশুল গড়ে প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পাচ্ছে, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের...