সিরিজ হারের পর হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে স্রেফ উড়ে গেল বাংলাদেশ। আফগানিস্তান হ্যাটট্রিক সিরিজ জয়ের পর প্রথমবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ কোনো লড়াই করতে পারেনি। শেষটাতে মুখ রক্ষাও হয়নি। অস্তিত্ব রক্ষার ম্যাচে উল্টো চরম নাকানিচুবানি খাওয়া লাগল মিরাজ অ্যান্ড কোং-কে। আফগানিস্তান জয় পেয়েছে ২০০ রানের বিশাল ব্যবধানে। যা ওয়ানডেতে তাদের রানের ব্যবধান হিসেবে দ্বিতীয় বড় হয়। দুইশ বা তার বেশি রানের হিসেবে এটিই তাদের দ্বিতীয় জয়। এর আগে তারা ২৩২ রানে হারিয়েছিল জিম্বাবুয়েকে। আবুধাবিতে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ৯ উইকেটে ২৯৩ রান করে। জবাব দিতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৯৩ রানে অল আউট বাংলাদেশ। ওয়ানডেতে ১৬তম বারের মতো ১০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ। ২০১৮ সালের এবারই প্রথম দলগতভাবে তিন অঙ্ক ছুঁতে পারল না বাংলাদেশ। সে...