ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে এবার তাঁর স্ত্রী সাবিকুন নাহার আরো বিস্ফোরক অভিযোগ করলেন। জানালেন ত্বহা একাধিক মেয়ের সঙ্গে কথা বলতেন। এ ছাড়া এয়ার হোস্টেজ নারীর ছবিও প্রকাশ করেছেন সাবিকুন নাহার। এক ফেসবুক পোস্টে সাবিকুন নাহার এসব বিস্তারিত লিখেছেন। সোমবার ওই পোস্টে সাবিকুন নাহার লিখেছেন, ভক্তগণ যে আমাকে অপরাধী সাব্যস্ত করতে আমার অতীত জীবনের ছেড়ে আসা ভুল, অন্যায়, কলঙ্ক যা-ই বলি না কেন সামনে এনে একজন বর্তমান অপরাধীকে নিষ্কলুষ বানাচ্ছেন— এটা কি আহকামুল হাকিমিনের কাঠগড়ায় আদৌ মার্জনীয়? আপনারা তো আমার অতীতের অপবিত্রতা দ্বারা তার বর্তমান অপবিত্রতা ঢাকতে চাচ্ছেন মাত্র। তবে সত্যের প্রভাব তো দুর্দমনীয়, ওপরে যা-ই বলা হোক না কেন। তিনি বলেন, ভক্তরা বলছেন ৩-৪ আরো বিয়ে করবে সমস্যা কোথায়? আপনাদের কাছে আমার প্রশ্ন— কত মেয়ের সাথে তিনি...