মেয়েদের অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে স্বাগতিক জর্ডানের বিপক্ষে দুর্দান্ত শুরু করেও পয়েন্ট ভাগ করতে হয়েছে বাংলাদেশের। দলের কোচ সাইফুল বারি টিটুর মতে বাংলাদেশ দল কিছু ছোট ছোট ভুলে করলেও ক্রমাগত উন্নতি করছে। ম্যাচের পরে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রতি জানালেন কৃতজ্ঞতা। শুরুতেই সুরভী আকন্দ প্রীতির গোলে এগিয়ে লিড আসে। ৮৯ মিনিটে গোল হজম করে ১-১ সমতায় জয়বঞ্চিত হয়েছে অর্পিতা বিশ্বাসের দল। জর্ডানের গোলটি এসেছে মিরা জারার থেকে। দুবাইয়ে প্রস্তুতি ম্যাচের জন্য বাফুফের সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের কোচ। টিটু বলেছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের কালকে ম্যাচটা আসলে যেতে উচিত ছিল। খুব কাছে আমরা গিয়েছিলাম। তারপরেও আমি বলব, আমি যদিও কম সময় পেয়েছি কিন্তু খুব সাহয্য করেছে আমাদের আসলে দুবাইয়ের দুটা প্রস্তুতি ম্যাচ। বাফুফে প্রেসিডেন্ট সবসময় সব দলকে...