২০২৩ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যান তিনি। এরপর থেকে অংশ নিয়েছেন জুনিয়র ও সিনিয়র ডেভিস কাপ, এটিএফ (ATF), ইউটিএস (UTS) এবং যুক্তরাষ্ট্রের একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে। দেশের প্রতিনিধিত্ব করেই একদিন গ্র্যান্ড স্ল্যাম কোর্টে লাল-সবুজ পতাকা ওড়াতে চান বাংলাদেশের তরুণ টেনিস তারকা জারিফ আবরার।একান্ত সাক্ষাৎকারে জারিফ আবরারতুলে ধরেছেন টেনিসের সঙ্গে তার পথচলার গল্প। সাক্ষাৎকারটি নিয়েছেন ক্রিফো স্পোর্টস এর ক্রীড়া প্রতিবেদকইশতিয়াক হোসেন রাতুল। ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ তারকা জারিফ আবরার। ছবি- ক্রিফো স্পোর্টস জারিফ আবরার :বেড়ে ওঠা যশোরে। বাবা যেহেতু আর্মি অফিসার ছিলেন, তাই ঢাকায় পোস্টিং হওয়ার পর ঢাকায় আসা। আমি প্রথম যুক্তরাষ্ট্রে যাই ২০২৩ সালে, জুনিয়র ডেভিস কাপ খেলতে। ক্রিফো স্পোর্টস : অন্যান্য খেলাধুলা রেখে টেনিসেই কেন আসা হলো? জারিফ আবরার :ছোটবেলা থেকে বাবাকে টেনিস খেলতে...