মাদাগাস্কারের সেনাবাহিনী দেশটিতে রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে ও সংসদের নিম্নকক্ষ ছাড়া অন্যান্য সব প্রতিষ্ঠান স্থগিত করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সামরিক বাহিনীর পক্ষ থেকে কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা রাজধানী আন্তানানারিভোতে আনুষ্ঠানিক রাষ্ট্রপতি প্রাসাদের সামনে এই ঘোষণা দেন। খবর আলজাজিরার। এই ঘোষণা আসে ঠিক তখনই যখন পার্লামেন্ট রাষ্ট্রপতি আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিল। এর আগে সরকারবিরোধী গণ-বিক্ষোভে সেনাবাহিনীর একটি অংশ যোগ দেওয়ায় রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে আত্মগোপন করেন। কর্নেল র্যান্ড্রিয়ানিরিনা স্পষ্ট করে বলেন, আমরা ক্ষমতা গ্রহণ করেছি। তিনি জানান, সংসদের নিম্নকক্ষ বাদে দেশের সংবিধান ও উচ্চ সাংবিধানিক আদালতের ক্ষমতাসহ সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হচ্ছে। সামরিক বাহিনী ও জেন্ডারমেরি (আইন প্রয়োগকারী বাহিনী) কর্মকর্তাদের সমন্বয়ে একটি কাউন্সিল গঠিত হবে। ‘দ্রুত’ একটি বেসামরিক সরকার গঠনের জন্য একজন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে। দুই বছরের মধ্যে একটি গণভোট...