প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যাওয়ার পর হঠাৎ ছন্দপতন। ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনোর দুটি ভুলে ব্রাজিল হজম করে দুই গোল, পরে আরেকটি। জাপানের কাছে হারের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বললেন, এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা। খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়ানোর তাগিদ দিলেন তিনি। টোকিওতে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাওলো এইহিক ও গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ৩২ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু ৫২ থেকে ৭১, ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে বল যায় তিনবার। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলের স্মরণীয় জয় পায় জাপান। পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে ১৪ বারের দেখায় এশিয়ার দেশটির প্রথম জয় এটি। চার দিন আগে সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচ থেকে এদিন একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন আনচেলত্তি। ওই ম্যাচে...