এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং, চায়নার বিপক্ষে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমে গোল হজম করে পরে ম্যাচে ফেরে লাল-সবুজের দল। অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট নিয়েও মূল আসরের জন্য টিকে থাকার পথ ক্ষীণই জামাল ভূঁইয়াদের। ডি বক্সের মাঝে ফাউল করে পেনাল্টিতে গোল হজম করে বাংলাদেশ। পরে ৮৪ মিনিটে ফরোয়ার্ড রাকিব হোসেনের গোলে ১-১এ ড্র নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের পর গোলের খুশির সাথে পয়েন্ট ভাগ করে নেয়ার আক্ষেপের কথা জানান রাকিব। দলের অবস্থান এবং পরবর্তী পরিকল্পনার কথা বলেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। রাকিব বলেছেন, ‘আলহামদুলিল্লাহ্, গোল করতে পেরেছি। আসলে শেষ ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি। সে কষ্টের ফল। আমরা ম্যাচটা অনেক ভালো খেলেছি। প্রতিটা খেলোয়াড় অনেক কঠোর পরিশ্রম করছে। সে কারণে ম্যাচটা আমরা ড্র করতে পেরেছি। কিন্তু আমরা আজকে...