বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ৩৮ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৪ অক্টোবর) একাধিক নিলামে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে এই ডলার কেনা হয়। এ নিলাম পরিচালিত হয়েছে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে।কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২৬ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশি মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনছে। ভবিষ্যতে বাজারে চাহিদা বাড়লে একই পদ্ধতিতে ডলার বিক্রিও করা হবে।”তিনি আরও জানান, নিলামের মাধ্যমে ডলার কেনার ফলে রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন। পাশাপাশি এই...