নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি বিয়ে করেছেন। স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসায় তার সমালোচনায় মেতেছেন অনেকে। আবার কেউ দাঁড়িয়েছেন পাশে। সমালোচনার মধ্যে তনিকে বিয়ে প্রসঙ্গে মুখে খুললেন তার তৃতীয় স্বামী। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক পোস্টে তনির স্বামী সিদ্দিক লিখেছেন, ‘গতকাল (সোমবার) আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী! তারপর থেকে দেখেছি আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বিষয় হয়ে উঠেছে। আমি সত্যিই সবার ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ, তবে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরতে চাই। অনেকেই এমন কিছু বিষয়ের ওপর ভিত্তি করে অনুমান এবং মতামত তৈরি করছেন যা তারা আসলে জানেন না।’ কথার সূত্র ধরে সিদ্দিক আরো লেখেন, ‘কেউ কেউ আমার অতীত, আমার প্রাক্তন স্ত্রী এবং বিশেষ করে আমার বাচ্চাদের কথাও...