এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নিজেদের দ্বিতীয় পয়েন্ট আদায় করে নিয়েছে বাংলাদেশ। আজ প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। অপরদিকে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে গ্রুপের আরেক দল ভারত। আর এতে নিজেদের অবস্থানে উন্নতি ঘটালো বাংলাদেশ। চার দলের গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে বাংলাদেশ। সমান দুই ড্রতে ২ পয়েন্ট নিয়েই চতুর্থ স্থানে ভারত। একই পয়েন্ট হলেও গোল করার দিক থেকে বাংলাদেশের তুলনায় পিছিয়ে থাকায় এক ধাপ পেছনে দলটি। চার ম্যাচে হামজা-সামিতরা বাংলাদেশের হয়ে করেছেন মোট ৫ গোল। অপরদিকে ভারত করেছে মাত্র ২ গোল। ভারতের থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলা এখন অনেকটাই অসম্ভব। কেননা গ্রুপের শীর্ষে থাকা হংকংয়ের পয়েন্ট ৮। আর সমান সংখ্যক পয়েন্ট নিয়েই দুই নম্বরে আছে সিঙ্গাপুর। যেখানে...