দেশজুড়ে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। সারাদেশে ভোটার ও প্রার্থীদের মাঝে এখন নির্বাচনী উৎসবের আমেজ। তবে এবারের নির্বাচনে বিশেষ চমক আনতে যাচ্ছে বিএনপি। দলটি ১৫টিরও বেশি আসনে নারীদের সরাসরি মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র। দলীয় সূত্রে জানা গেছে, এবারের প্রতিদ্বন্দিতায় অংশ নিতে প্রস্তুত একঝাঁক নারী নেত্রী। ইতোমধ্যে শতাধিক নারী নেত্রী বিভিন্ন সংসদীয় আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নারীদের এই সুযোগ সৃষ্টি হওয়ায় নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দিতার পরিধি আরও বেড়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমি ফারহানা। ফরিদপুর-২ আসনে লড়তে চান সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবাদ। মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান মৃতা, যিনি মানিকগঞ্জ-৩ আসন থেকে লড়বেন বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন আসনে দলের মনোনয়ন...