লিভারের জটিল অসুখ ‘ফ্যাটি লিভার’-এর চিকিৎসায় এবার আশার আলো দেখছেন গবেষকেরা। দুই চেনা ওষুধের সংমিশ্রণে লিভারের এই রোগ নির্মূল করা সম্ভব বলে দাবি করেছেন ইউনিভার্সিটি অফ বার্সেলোনা-এর বিজ্ঞানীরা। অবিশ্বাস্য হলেও সত্য—এই ওষুধ দু’টি নতুন নয়, বরং বহু দিনের পরিচিত।একটি হলো পেমাফাইব্রেট (Pemafibrate) — যা সাধারণত কোলেস্টেরল কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।অন্যটি হলো টেলমিসারটান (Telmisartan) — যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ হিসেবে পরিচিত। গবেষকরা জানিয়েছেন, এই দুই ওষুধকে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে ব্যবহার করলে ফ্যাটি লিভার ও সিরোসিসের মতো গুরুতর লিভার রোগেও কার্যকর ফল মিলতে পারে। এই সাফল্যের খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল ‘Pharmacological Research’-এ। গবেষক মার্তা অ্যালিগ্রেট জানিয়েছেন, ইঁদুরের শরীরে এই দুই ওষুধ প্রয়োগে দেখা গেছে—👉 লিভারে জমে থাকা মেদ দ্রুত হ্রাস পাচ্ছে।👉 ওষুধ দুটি ‘PCk1’ নামক প্রোটিনের ভারসাম্য রক্ষা করছে,...