বাংলাদেশের এশিয়ান কাপের বাছাই পেরুনোর নিভু নিভু আশা হংকং চায়নার বিপক্ষের ড্রয়ে কার্যত শেষ হয়ে গিয়েছিল। কাগজে-কলমে যা একটু টিকে ছিল, সেটাও শেষ হয়ে গেল ভারতের বিপক্ষে সিঙ্গাপুর জেতায়। বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের দেখায় মঙ্গলবার কাই তাক স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ১-১ ড্র করে বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে ভারতের বিপক্ষে ২-১ গোলে জেতে সিঙ্গাপুর। তাতে ‘সি’ গ্রুপ থেকে ভারত ও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যায়। গ্রুপ টেবিলে শীর্ষে থেকে বাছাই পেরুনোর লড়াইটা এখন মূলত চলছে সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যে; চার ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ৮। ভারত ও বাংলাদেশের পয়েন্ট ২ করে। বাছাইয়ে এই চার দলেরই বাকি আছে দুটি করে ম্যাচ। তবে আগামী নভেম্বর ও মার্চে ভারত ও বাংলাদেশের ম্যাচগুলো স্রেফ নিয়মরক্ষার হয়ে গেল। বর্তমান টেবিলে ভারত তৃতীয় ও...