বাংলাদেশের হামজা চৌধুরীকে আটকাতে মরিয়া হংকং চায়নার দুই ফুটবলার দশজনের দলে পরিণত হওয়া হংকং চায়নাকেও হারাতে পারেনি বাংলাদেশ। উল্টো প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে হারতে বসেছিল জামাল ভূঁইয়ার দল। শেষ পর্যন্ত মিডফিল্ডার রাকিব হোসেনের গোলে হার এড়াতে পেরেছে বাংলাদেশ। কিন্তু এতে করে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে লাল-সবুজের দেশের। মঙ্গলবার রাতে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মাঠে অনুষ্ঠিত ম্যাচে অতিথি বাংলাদেশ ও স্বাগতিক হংকং চায়নার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এর আগে গত ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে দু’দলের প্রথম লেগের ম্যাচে হংকং জিতেছিল ৪-৩ গোলে।এর ফলে লাল-সবুজরা বাছাইয়ে টানা দুই হারের পর এক পয়েন্ট পেয়েছে। বর্তমানে চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। বাকি আছে আর দুটি ম্যাচ। ৮ পয়েন্ট...