আহমেদাবাদের পর দিল্লি টেস্টেও ভারতের জয় অনুমিতই ছিল। মঙ্গলবার পঞ্চম ও শেষ দিন জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল স্রেফ ৫৮ রান। ৭ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে ভারত। দলের লাল বলের অধিনায়ক হিসেবে এটিই শুবমান গিলের প্রথম সিরিজ জয়। জয়ের জন্য গত সোমবার চতুর্থ দিন ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত। সেদিন ১ উইকেটে ৬৩ রানে খেলা শেষ করেন লোকেশ রাহুল ও সাই সুদর্শন। মঙ্গলবার শেষ দিন ৫৮ রান তুলতে আরও ২ উইকেট হারার স্বাগতিকরা। ১১তম ওভারে রোস্টন চেজের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরেন সুদর্শন (৩৯)। অধিনায়ক গিল আউট হন দ্রুতই, ১৩ রান করে। আরেক প্রান্ত আগলে রেখে ফিফটি করে দলকে জিতিয়েই ফিরেন রাহুল (৫৮*)। আরেক অপরাজিত ব্যাটার ধ্রুভ জুরেল (৬*)। জয়ের পর গিল জানান, অধিনায়কের...