হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভূক্তির পর এশিয়ান কাপ বাছাইয়ের চারটি ম্যাচ খেলা হয়ে গেলো। অর্জন কেবল ভারত ও মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে ড্র। দুই পয়েন্ট পাওয়া বাংলাদেশের এখন বাকি দুই ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা। রক্ষণের খেলোয়াড় হয়েও বাংলাদেশের জার্সিতে ৫ ম্যাচ (একটি ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ) খেলে দুটি গোলও করেছেন হামজা। হংকংয়ের বিপক্ষে ঢাকার ম্যাচে গোল করে লিড এনে দিয়েছিলেন। আজকের ম্যাচে ওপরে-নিচে খেলে বাংলাদেশের চালিকা শক্তিতে পরিণত হয়েছিলেন তিনি। হংকং যখন ১০ জনের দলে পরিণত হয় তখন হামজা নিশ্চয়ই প্রত্যাশা করেছিলেন, হয়তো ম্যাচটি জিতেই ঢাকায় ফিরতে পারবেন। তবে একটি গোল করে ম্যাচে ফেরা হলেও জয়ের দেখা পায়নি হামজা-শামিতদের বাংলাদেশ। এটা হামজার জন্য হতাশারই। তাই তো ম্যাচের পর লেস্টারসিটির এই তারকা ফুটবলার প্রতিক্রিয়াতেও তা প্রকাশ করেছেন। হামজা চৌধুরী বলেছেন, ‘দারুণ ও উঁচুমানের...