১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত 'সম্প্রীতির শিক্ষার্থী জোটের' ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি। ইব্রাহীম রনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু ক্ষেত্রে ব্যবস্থাবগ্রহণ করেছে। তবে প্রার্থী এবং ভোটারদের মধ্যে চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আমরা আশা করি সেটি যেন আগামীকালকেও অব্যাহত থাকে।” তিনি বলেন, “আজকে ক্যাম্পাসে অসংখ্য বহিরাগতের আনাগোনা দেখেছি। আমরা বলেছিলাম যেন একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়। আমরা বলতে চাই, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই ব্যবস্থা নেবেন,...