মঙ্গলবার (১৪ অক্টোবর) চবি ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী ও মোহাম্মাদ পারভেজ এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইসহাক ভূঁঞা স্বাক্ষরিত বিবৃতিটি পাঠানো হয়।তারা বলেন, প্রতিবেদনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনীকে অভিযুক্ত করা হলেও তার বক্তব্য নেওয়া হয়নি। এমনকি সংবাদে উল্লেখও করা হয়নি যে প্রতিবেদক তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। এটি সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন।নেতারা বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ’ উল্লেখ করে প্রতিবেদনে একাধিক অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। অথচ কোনো শিক্ষার্থীর সরাসরি বক্তব্য, নাম বা সূত্র উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘৫ আগস্টের পর ছাত্রলীগ ক্যাম্পাস ছেড়ে গেলে রনির নেতৃত্বে শিবির ক্যাম্পাসের দখল নেয়’—এই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ, দলিল বা সাক্ষ্য উপস্থাপন করা হয়নি। এটি সম্পূর্ণ প্রতিবেদকের কল্পনা ও পক্ষপাতমূলক উপস্থাপনা।এ...