১৯ অক্টোবরের মধ্যে প্রতীক না নিলে নির্বাচন কমিশন (ইসি) নিজের মতো সিদ্ধান্ত নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক না নিলে নির্বাচন কমিশন (ইসি) নিজের মতো সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ কথা জানান।ইসি সচিব বলেন, এনসিপির চাহিদা হচ্ছে ‘শাপলা’। কিন্তু নির্বাচন কমিশনের বিধিমালায় এই প্রতীক নেই। অতএব এটা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন মনে করে, শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই। তাই ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিধিমালায় থাকা প্রতীকের তালিকা থেকে বিকল্প প্রতীক নেওয়ার কথা জানাতে হবে। নয়তো ইসি স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে।নির্বাচন কমিশন স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নিলে নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরির সম্ভাবনা আছে কিনা, জানতে চাইলে ইসি সচিব বলেন, এটা সময়ের ব্যাপার, সময়ে দেখা যাবে।...