২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা পুনরুদ্ধারে পাকিস্তানের সর্বাত্মক সমর্থন থাকলেও, গত চার বছরে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক নেমে এসেছে সর্বনিম্ন স্তরে। সীমান্ত সংঘর্ষে শত শত মানুষের প্রাণহানি এবং হাজার হাজার মানুষের বাস্তুচ্যুতির ঘটনার পর সম্প্রতি কাবুলের একটি কূটনৈতিক অবস্থান এই অঞ্চলে নতুন অস্থিরতা তৈরি করেছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। সম্প্রতি এক বিস্ময়কর কূটনৈতিক পটপরিবর্তনে, আফগানিস্তানের তালেবান-নেতৃত্বাধীন সরকার ভারত-শাসিত কাশ্মীরের সার্বভৌমত্বের ওপর নয়াদিল্লির দাবিকে সমর্থন করেছে। এই পদক্ষেপ পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা আরও বাড়িয়েছে এবং ইতোমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিকে নতুন করে নাজুক করেছে। গত ১০ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে এক যৌথ বিবৃতিতে আফগান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করেন। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জ্ঞাপন করে বিবৃতি...