বিশ্ববিদ্যালয়গুলোর অভিজ্ঞতা ও পরামর্শে বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত ও নীতিগত সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই সমাধান চান শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘উচ্চশিক্ষা কার্যক্রমের গতিশীলতা ও পারস্পরিক কর্মসম্পর্ক জোরদার’ শীর্ষক এক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে তিনি এই সমাধান প্রত্যাশা করেন। স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। ওয়ার্কশপে শিক্ষা মন্ত্রণালয়, মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রাররা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার সভাপতিত্ব করেন। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ওয়ার্কশপে উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ, প্রশাসনিক দীর্ঘসূত্রিতা, নীতিগত সমন্বয়, যোগাযোগ ঘাটতি এবং বিশ্ববিদ্যালয়...