মিসরে শান্তি চুক্তির পরও ইসরাইলি হামলার কারণে গাজার দক্ষিণ অংশ থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা উত্তর দিকে সরে যাচ্ছে মিসরে গাজা শান্তি পরিকল্পনা চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা স্বাক্ষর করলেও ফিলিস্তিনের গাজায় আবারও হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার গাজা সিটিতে ৭ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। সোমবার নিজেদের ২০ জীবিত জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার পরদিনই হত্যাযজ্ঞ চালাল ইসরাইল। এদিকে চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রবেশ করতে না দেওয়া এবং মিসর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং বন্ধ রাখার পরিকল্পনা করছে দখলদার ইসরাইল। মঙ্গলবার ইসরাইলি সরকারকে এ আহ্বান জানিয়েছে তাদের সেনাবাহিনী। অন্যদিকে গাজায় প্রকাশ্যে মৃত্যুদ- কার্যকর করে নিজেদের ক্ষমতা পুনর্দখলের ইঙ্গিত দিয়েছে হামাস যোদ্ধারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির আওতায় ইসরাইলি বাহিনী সরে গেলেও মঙ্গলবার সহিংসতা ও অস্থিরতা থামেনি। ফলে গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা...