‘আওয়ামী লীগের বিপক্ষে বিএনপি-জামায়াত এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না’ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘এনসিপি যদি সঙ্গে থাকে তা হলে আওয়ামী লীগ উৎখাতের লড়াই সামনের দিকে এগিয়ে যাবে। বিএনপি-জামায়াতের একার পক্ষে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা সম্ভব নয়।’ আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় সারজিস আলম এসব কথা বলেন। সমন্বয় সভায় জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন সভাপতিত্ব করেন। সারজিস আলম বলেন, এনসিপি আগামী জাতীয় সংসদে নির্ণায়কের ভূমিকা পালন করবে। সংস্কার ও বিচার—এই জায়গায় এনসিপি বলিষ্ঠ ভূমিকা পালন করতে চায়, যাতে নির্বাচনের পরেও তা অব্যাহত থাকে। সভায় সাজিস আলম আরও বলেন, তরুণদের ক্ষমতায়ন করা আগামীর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য এনসিপির সাগঠনিক কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের...