টলিপাড়ায় যেমন শ্রাবন্তী আছেন, তেমনই বলিপাড়াতেও এমন এক নায়িকা রয়েছে যিনি বহুবার বিয়ের পিঁড়িতে বসেছেন। বিয়ের সংখ্যার নিরিখে তিনি শ্রাবন্তীকেও পেছনে ফেলেছেন। তবে বলিউডে সর্বাধিক বিয়ের রেকর্ড কোন নায়িকার দখলে আছে জানেন? সেই সুন্দরী নায়িকা আদতে পাকিস্তানি। তবে বলিউডেও তার দারুণ সুখ্যাতি ছিল। তিনি হলেন জেবা বখতিয়ার । ভারতের মানুষ তাকে অবশ্য আজও ‘হেনা’ নামেই চেনেন। ঋষি কাপুর জনপ্রিয় সিনেমা ‘হেনা’তে নায়িকা হিসেবে দেখা গেছিল। ইনিই ছিলেন প্রথম পাকিস্তানি অভিনেত্রী যিনি বলিউডে প্রথম নায়িকা হিসেবে কাজ করার সুযোগ পান। বলিউডে কাজ করার সময় তিনি ভারতীয় দুই তারকাকে বিয়েও করেছিলেন। এই সুন্দরী নায়িকা পাকিস্তানে ভীষণ জনপ্রিয় ছিলেন। যার দরুন তিনি হিন্দি সিনেমাত ‘হেনা’ ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন। সেখানেও তিনি পাকিস্তানী মেয়ের ভূমিকাতেই অভিনয় করেছিলেন। প্রথমবার তিনি ১৯৮২ সালে বিয়ে করেন সালমান...