ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। শিগগিরই এ স্বীকৃতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলনে’ দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি।প্রধানমন্ত্রী মেলোনি বলেন, “আমরা গাজায় যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ, তিনি সময়োপযোগী একটি পরিকল্পনা দিয়েছেন। এখন আমরা দেখবো সেই পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন ঘটে কি না। যদি ঘটে, তাহলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আর কোনো বাধা থাকবে না।”তিনি আরও বলেন, “আমরা বলতে পারি, ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত, এবং এই সিদ্ধান্তের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি।”মেলোনি জানান, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনেও ইতালি সক্রিয়ভাবে অংশ নিতে চায়। “আমাদের লক্ষ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং গাজার পুনর্গঠন। ইতালি তার দায়িত্ব...