চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের (চাকসু) নির্বাচিত সাবেক নেতারা শিক্ষার্থীবান্ধব নেতৃত্বের প্রত্যাশা করছেন। বুধবার অনুষ্ঠিত নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখান থেকে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে ওঠে। যারা জাতিকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। তারা চান এমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে চাকসুতে এমন এক নেতৃত্ব আসুক যারা শিক্ষার্থীদের সুখে-দুখে পাশে থাকবে। সব দলমত পথের শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবে তাদেরই শিক্ষার্থীরে বেছে নেবেন বলে মনে করেন তারা। ১৯৮৯ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত চতুর্থ চাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন জাসদ ছাত্রলীগের মজহারুল হক শাহ চৌধুরী। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রশিবিরের জসিম উদ্দিন সরকার। মজহারুল হক পরবর্তীতে চতুর্থ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যও ছিলেন জাসদ থেকে। তিনি যুগান্তরকে বলেন, দীর্ঘদিন...