তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২৯৩ রানের বড় লক্ষ্য দিয়েছে আফগানিস্তানকে। জবাব দিতে নেমে শুরুটা ভালো করলেও পাওয়ার প্লেতে ৪১ রান তুলতে ১ উইকেট হারিয়েছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। সাইফ হাসান ৩০ রান এবং নাজমুল হাসান শান্ত ১ রানে ব্যাট করছেন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ দেখে শুনে ব্যাট করলেও ২৪ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন নাইম শেখ। তবে সাইফের ব্যাট ভর করে পাওয়ার প্লেতে ৪১ রান তুলতে পারে টাইগাররা। এর আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল আফগানিস্তান। একটা সময় মনে হচ্ছিল বড় পুঁজি গড়বে রশিদ-নবিরা। কিন্তু মাঝের দিকে দুর্দান্ত কামব্যাক করেছিল টাইগার বোলাররা। তবে শেষদিকে নবির...