প্রবাসে থাকা বিভিন্ন তারকা ফুটবলারদের ভিড়িয়ে শক্তিশালী দল গঠন করেছিল বাংলাদেশ। আর তাই এবারের এশিয়ান কাপ বাছাই পর্বে ভালো কিছু করার প্রত্যাশা জেগেছিল দেশের ফুটবল সমর্থকদের মাঝে। তবে শেষ পর্যন্ত হয়নি তেমন কিছুই। দুই ম্যাচ এখনও বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিজেদের খেলা প্রথম চার ম্যাচে দুই ড্রতে ২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে ‘সি’ গ্রুপের তৃতীয় অবস্থানে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের পয়েন্টও সমান ২। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকা গ্রুপের তলানিতে ভারত। আর সমান ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষে হংকং এবং দুই নম্বরে সিঙ্গাপুর। এখনো দুই ম্যাচ বাকি থাকলেও কাগজে-কলমে আর কোন সম্ভাবনা নেই বাংলাদেশের। কেননা চার দলের এই গ্রুপ থেকে মূল পর্ব খেলার সুযোগ পাবে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন দল। কিন্তু যেকোনো সমীকরণেই আর গ্রুপের শীর্ষে ওঠা সম্ভব নয়...