অস্ট্রেলিয়ায় সবশেষ তিন অ্যাশেজ সিরিজেই ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। তবে এবার তেমন কিছুর শঙ্কা দেখছেন না স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেস বোলিং গ্রেটের কাছে, এই অস্ট্রেলিয়া দলকে গত দেড় দশকের মধ্যে সবচেয়ে বাজে মনে হচ্ছে। শক্তির দিক থেকে উত্তরসূরিদের এগিয়ে রাখছেন তিনি। ২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ৩-১ ব্যবধানে জেতা স্মরণীয় সেই সিরিজে খেলেছিলেন ব্রড। ২০২৩ সালে ঘরের মাঠে অ্যাশেজে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি। গত ১৫ বছরে টেস্ট খেলতে আরও তিনবার অস্ট্রেলিয়া সফর করে ইংলিশরা। সিরিজ জয় তো দূরের কথা, তাসমান সাগর পারের দেশটিতে ওই তিন সিরিজে কোনো ম্যাচই জিততে পারেনি তারা। ২০১৩ সালে পাঁচ টেস্টের সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। ২০১৭ ও ২০২১ সালে জেতে ৪-০ ব্যবধানে। সম্প্রতি ফক্স স্পোর্টসে আলাপে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার...