কলম্বোর আকাশের মেঘ মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্ধারণ করল নারীদের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচের ভাগ্য। শ্রীলঙ্কার দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীর পর বৃষ্টির কারণে মাঠে আর নামা হয়নি নিউ জিল্যান্ডের। ফলে নির্ধারিত ম্যাচটি পরিণত হলো ‘নো রেজাল্ট’-এ। দুই দলকেই সন্তুষ্ট থাকতে হলো সমান পয়েন্টে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ৬ উইকেটে ২৫৮ রান। যা এই আসরের কলম্বো পর্বে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ঘরের মাঠে স্পিনবান্ধব উইকেটে এমন রান যে প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারত, তা বলাই বাহুল্য।আরো পড়ুন:আফগান যুবারা আসছেন বাংলাদেশেহোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ২৯৪ রান দিনের নায়ক নিঃসন্দেহে নিলাক্ষিকা সিলভা। ইনিংসের শেষ দিকে নামিয়ে দেন তাণ্ডব। মাত্র ২৬ বলেই ঝড় তোলা হাফ-সেঞ্চুরি করেন! এই বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত দ্রুততম অর্ধশতক, আগের রেকর্ড ছিল বাংলাদেশের শর্না আখতারের ৩৪ বলে। নিজের পুরোনো রেকর্ড...