ওয়ানডেতে এভাবেই বারবার মাথানত করে মাঠ ছাড়তে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের গত মে মাসের প্রথম সপ্তাহে আইসিসির হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশের পর খবরের শিরোনাম হয়েছিল, ‘১৯ বছর পর র্যাঙ্কিংয়ের দশে নেমে গেল বাংলাদেশ।’ শঙ্কা প্রকাশ করা হয়েছিল সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে। গত ছয় মাসে উন্নতির পরিবর্তে ক্রমশ সেই শঙ্কটাই যেন সত্যি হতে চলেছে। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টি২০ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের রেশ না ফুরোতেই টানা দুই হারে ওয়ানডে সিরিজ খুইয়েছে মেহেদি হাসান মিরাজের দল। একসময় যে সংস্করণ ছিল বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা, সেটিই এখন নিয়মিত হতাশার উপলক্ষ। সবশেষ ১১ ওয়ানডের ১০টি হারল তারা। সিরিজ হারের তেঁতো স্বাদ পেতে হলো টানা চার সিরিজে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারতে হলো এই নিয়ে টানা তিনটি! সর্বোপরি নিজেদের শেষ সাত সিরিজে ষষ্ঠ হার...