গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক হামলার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হয়েছিল, তবে সব রাজনৈতিক দল একসঙ্গে প্রতিবাদ করায় সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘আমার ওপর হামলাটি ছিল একটি টেস্ট কেস—যার মাধ্যমে দেশের রাজনৈতিক ঐক্য পরীক্ষা করা হয়েছিল।’ এ সময় ভোটের মাধ্যমে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে পটুয়াখালী শহরের চৌরাস্তায় ফুড গার্ডেন রেস্তোরাঁর সামনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর এসব কথা বলেন। হামলার ঘটনায় সেনাবাহিনীর দুই-একজন কর্মকর্তা জড়িত থাকলেও পুরো বাহিনীকে দায়ী করা যায় না বলে মন্তব্য করেন নূর। তিনি উল্লেখ করেন, ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনে সেনা ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন এবং তিনি...