বাংলাদেশের ফুটবলে হারানো ঐতিহ্য ফিরতে শুরু করেছে। একঝাঁক প্রবাসী ফুটবলারের মিশেলে লাল-সবুজের দেশ আশাজাগানিয়া উন্নতি করছে। এর নেতৃত্বে আছেন সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের আবির্ভাবের পর থেকে আমূলে পাল্টে গেছে দেশের ফুটবলের চালচিত্র। হামজার সঙ্গে যোগ হয়েছেন সামিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলামরা। আর আগে থেকেই আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, তারিক কাজীরা। এরাই এখন বাংলাদেশের ফুটবলের স্বপ্ন আর ভবিষ্যৎ বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে চোখ ধাঁধানো পারফরম্যান্স প্রদর্শন করেন প্রবাসী ফুটবলাররা। বিশেষ করে হামজা, সামিত আর জায়ান। কিন্তু কয়েকজন ফুটবলারের ব্যক্তিগত ভুল আর কোচ জ্যাভিয়ের কাবরেরার ভুল ট্যাকটিস ও গোয়াতুর্মির কারণে হংকং চায়ানার কাছে ৪-৩ গোলে হারতে হয় বাংলাদেশকে। এরপরও হামজা-জায়ানদের খেলায় মুগ্ধ হয়েছেন দেশবাসী।...